ময়মনসিংহ মুক্তিযোদ্ধা পল্লী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব নিজের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এমনটি দাবি করেন। লিখিত বক্তব্যে আব্দুর রব বলেন, সাবেক মুক্তিযোদ্ধা ইউনিটের জেলা কমান্ডার আনোয়ার হোসেন নিজেই অবৈধ কর্মকান্ডে লিপ্ত। জেলা মুক্তিযোদ্ধা ট্রাস্ট্রের অর্থ আত্মস্বার্থ করেছে। আগামী নির্বাচনে জেলা সংসদে তাঁর প্রতিদ্বন্ধি প্রার্থী হওয়ায় সে আমার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ মুক্তিযোদ্ধা পল্লী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মো.শাহজাহান, কোষাধ্যক্ষ সুজিত কুমার সরকার, সদস্য হাফেজ আবুল হোসেনসহ অন্যরা।
সম্প্রতি ময়মনসিংহ মুক্তিযোদ্ধা পল্লীর জায়গা নামে বেনামে মুক্তিযোদ্ধাদের বরাদ্দ দিয়ে প্রায় ১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে আব্দুর রবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন আনোয়ার হোসেনের নেতৃত্বে শতাধিক মুক্তিযোদ্ধা।