মৌলভীবাজারে দায়িত্বরত অবস্থায় বাসচাপায় পুলিশের এক সদস্য নিহতের ঘটনায় ঘাতক এ সালাম পরিবহনের চালককে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত চালকের নাম রহিম উদ্দিন (৫৫)।
রবিবার বিকেলের দিকে ময়মনসিংহ নগরীর রহমতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মৌলভীবাজার জেলা পুলিশের অধিযাচন পত্রের ভিত্তিতে ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশে ধারাবাহিক অভিযান চালায় ডিবি পুলিশ। একপর্যায়ে বিকেলে রহমতপুর এলাকা থেকে পলাতক বাসচালক রহিম উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি। পরে তাকে তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, রবিবার ভোর ৪টার দিকে ময়মনসিংহ থেকে সিলেটগামী এ সালাম পরিবহনের বাসটি অতিরিক্ত যাত্রী আর মালামাল বোঝাই করে বেপরোয়া গতি নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মৌলভীবাজার সদরের শেরপুর পয়েন্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের চাপা দিয়ে গোল চত্বরে ওঠে যায়। এতে রাকিব আলী রানা নামে এক পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় আহত হন কামরানুর রহমান ও আনিস আহমেদ নামে আরও দুই পুলিশ সদস্য। তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।