উত্তরায় প্রাইভেটকার-সিএনজির সংঘর্ষে জামালপুরের বৃদ্ধার মৃত্যু

রাজধানীর উত্তরায় প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ দু’জন নিহত হয়েছে। তাদের মধ্যে জামালপুর জেলার মেলান্দহ থানার এক বৃদ্ধ মারা গেছন।

আজ সকাল পৌনে ৭ টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার উত্তরা ১৩ নম্বর সেক্টর সিঙ্গারের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, সিএনজি চালক তৈয়ব ওরফে তৈবুর আলী (৬০) ও আরোহী মহিফুর ওরফে তাইফুর রহমান রাতুল (২৮)।

এছাড়া দুর্ঘটনায় প্রাইভেটকার চালক বুলবুল আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রাইভেটকার চালক বুলবুল আহমেদকে (৩৮)কে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোহাম্মদ আখতারুজ্জামান ইলিয়াস বাসসকে দু’জন মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার (এসআই) সাহিন আল রশিদ জানান, আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭ টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার উত্তরা ১৩ নম্বর সেক্টর সিঙ্গারের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে তৈবুর আলী ও পরে তাইফুর রহমান রাতুলকে মৃত ঘোষণা করেন।

নিহত তৈবুর আলীর ছেলে তরিকুল জানান, তাদের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ থানা এলাকায়। বর্তমানে তারা যাত্রাবাড়ি ধোলাইপাড় এলাকায় থাকেন। এছাড়া নিহত রাতুল একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

Share this post

scroll to top