ঢাকাThursday , 28 April 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে নারী ফুটবলারকে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতার রিমান্ড মঞ্জুর

Link Copied!

ময়মনসিংহের নান্দাইলে নারী ফুটবলারকে ধর্ষণের মামলায় গ্রেফতার উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ফয়সাল ফকিরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে নান্দাইল আমলি আদালতের বিচারক রাজিব আহমেদ তালুকদার এই রিমান্ড মঞ্জুর করে।

এর আগে, ডিবি পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে উপস্থাপন করে। দুই দিনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ওসি শফিকুল ইসলাম জানান, আদালত মামলার তদন্তের স্বার্থে ধর্ষণ মামলার আসামি ফয়সাল ফকিরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বর্তমানে আসামি ফয়সাল ফকিরকে জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, ভুক্তভোগীর জবানবন্দি নিয়েছেন বিচারক। এর আগে, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ফরেনসিক বিভাগে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য বুধবার জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ফয়সাল ফকির ওই ফুটবলারকে বাড়ি থেকে ডেকে শহীদ স্মৃতি আদর্শ কলেজের নির্জন কক্ষে নিয়ে দুই সহযোগীর সহায়তায় ধর্ষণ করে। পরদিন ভুক্তভোগী বাদী হয়ে নান্দাইল থানায় একটি মামলা করেন। মামলার পর বুধবার গাজীপুর থেকে আসামি ফয়সাল ফকিরকে গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগী ফুটবলার জাতীয় পর্যায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলেছেন। একবার রানার-আপ ও আরেকবার চ্যাম্পিয়ন দলে ছিলেন। এছাড়াও বিপিএলেও খেলছেন। তিনি অর্থসহ নানান পুরস্কার জিতেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।