নেত্রকোনার মদনে অপহরণের ২০ দিন পর এক কিশোরীকে (১৭) উদ্ধার করেছে পুলিশ। এ সময় আরিফ মিয়া (২১) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার কুনদারদিয়া গ্রাম থেকে অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিম কিশোরীকে উদ্ধার করা হয়। মদন থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিক করেছেন।
অপহরণকারী আরিফ মিয়া উপজেলার পৌরসদরের বাড়িভাদেরা গ্রামের মজনু মিয়ার ছেলে। সে ঢাকার একটি জুটমিলে শ্রমিকের কাজ করত। কিশোরীকে বুধবার ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ জানায়, আরিফ ওই কিশোরীকে গত ৭ এপ্রিল ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। কোথাও খুঁজে না পেয়ে কিশোরীর বাবা মদন থানায় ১১ এপ্রিল আরিফসহ চারজনকে আসামি করে অপহরণ মামলা করেন।
মদন থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিম কিশোরীকে ওই গ্রাম থেকে উদ্ধার করা হয়। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অপহরণকারীকে নেত্রকোনা কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।