ময়মনসিংহের ত্রিশালে ভাই হত্যা মামলার পলাতক ২ আসামিকে নারায়নগঞ্জের সোনারগাঁও হতে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব জানায়, গত ১৭ এপ্রিল ময়মনসিংহের ত্রিশালের রায়মনি গ্রামে একটি হত্যা সংঘটিত হয়েছে এমন সংবাদ পাওয়ার পরপরই র্যাব-১৪ এর একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে।
পরবর্তীতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে পলাতক আসামিদের সুনির্দিষ্ট অবস্থান নির্নয় করে বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কুতুবপুর এলাকা হতে পলাতক আসামি আঃ লতিফ ও শেফালী বেগমকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, নিহত আ: মতিন এবং আসামি আ. লতিফ সম্পর্কে আপন ভাই। বাড়ীর পাশের পায়ে হাটা কাঁচা রাস্তা নিয়া পারিবারিক বিরোধ ছিলো দুই ভাইয়ের মধ্যে। বিরোধের জেরে গত ১৬ এপ্রিল সন্ধায় আসামিরা পিটিয়ে ও কুপিয়ে আ. লতিফকে গুরুতর আহত করে। পরে আ. লতিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।