টাঙ্গাইল জেলার ভুঞাপুরে মায়ের সামনে সিলিং ফ্যান ছিঁড়ে দুই ছেলের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন শিশু দু’টির মা।
রোববার দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়নের পুনর্বাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু সাজিম (৬) ও সানি (৪ মাস)। তারা উপজেলা নিকরাইল ইউনিয়নের এক নম্বর পুনর্বাসন এলাকার ইউসুফের ছেলে।
জানা গেছে, রোববার দুপুরে ঘরের ভেতরে দুই শিশুকে মৃত অবস্থায় ও তাদের মাকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে আহত মাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘরের সিলিং ফ্যান পড়ে থাকায় ধারণা করা হচ্ছে তাদের ওপর ফ্যান পড়ে মৃত্যু হতে পারে। তবে বিষয়টি নিয়ে রহস্য দেখা দিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। বিস্তারিত পরে জানাবেন।