দুই নারীর মৃত্যুর ঘটনায় ময়মনসিংহের নান্দাইলের আতশবাজির কারখানার মালিক বোরহান উদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় সিআইডির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আজাদ রহমান বলেন, নান্দাইলে অবৈধ আতশবাজির কারখানায় দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় ওই রাতেই পুলিশ বাদী হয়ে নান্দাইল থানায় দুটি মামলা করে।
গত বুধবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামে একটি বাড়িতে অবৈধ আতশবাজির কারখানায় বিস্ফোরণ ঘটে। এতে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়। তারা হলেন আব্দুল গণির স্ত্রী আফিলা খাতুন (৪৫) ও আবুলের স্ত্রী নাসিমা (৩০)।