রাশিয়ার সামরিক গবেষণাগারে আগুন, নিহত ৬

রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় তিভার নগরীতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের কাজে নিয়োজিত একটি সামরিক গবেষণা প্রতিষ্ঠানে বৃহস্পতিবারে অগ্নিকাণ্ডে ৬ জন নিহত হয়েছেন।

দেশটির টেলিভিশনে পরিবেশিত ভিডিও ফুটেজে দেখা যায় সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট অব রাশিয়ান এয়ার অ্যান্ড স্পেস ফোর্সের চারতলা ভবনের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। এ সময় আগুন থেকে বাঁচতে অনেকেই জানালা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে আসেন।

তিভার আঞ্চলিক সরকার জানায়, সেখানে এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুন লাগে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ প্রতিষ্ঠান রাশিয়ার বিমান ও মহাকাশ প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণার ওপর গুরুত্ব দেয়ার পাশাপাশি বিমান বিধ্বংসী নতুন পদ্ধতি উদ্ভাবনে কাজ করে।

সূত্র : বাসস

Share this post

scroll to top