বাকৃবিতে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘বঙ্গবন্ধুকে জানো’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষা। বিসিএসের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে বাকৃবি ক্যারিয়ার ক্লাব নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। ক্যারিয়ার ক্লাব ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘উত্তরণ’ এর যৌথ উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয় ‘বঙ্গবন্ধুকে জানো’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা।

শতাধিক শিক্ষার্থীর স্বশরীরে অংশগ্রহণে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ গ্যালারিতে ওই প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

জানা যায়, বিসিএসে বাকৃবি থেকে চান্সপ্রাপ্তদের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে এবং সাফল্যের ধারা অব্যাহত রাখতে বিসিএস প্রিলিমিনারি প্রতিযোগিতার আদলে নেওয়া হয় কুইজ প্রতিযোগিতাটি। এ প্রতিযোগিতায় প্রায় ৪শ ৫০ জনের বেশি শিক্ষার্থী রেজিষ্ট্রেশন এবং শতাধিক শিক্ষার্থী স্বশরীরে অংশগ্রহন করেন।

কুইজ প্রতিযোগিতাটির ফলাফল প্রকাশিত হয়েছে। সেরা ২০ জনের মধ্যে রয়েছেন লতিফুর, রাব্বি, ইফতি, সুমা, শিফা, জারিফ, তুহিন, ফাহাদ, শুভ, জান্নাত, সীমা, সাজিদ, অরিন, জুই, মাহমুদ, শামিম, মোহায়মেন, অঙ্গন, জিহাদ এবং সাদিকা। প্রতিযোগিতায় সেরা ২০ জনের জন্য রয়েছে আকর্ষনীয় উপহার ও সকল অংশগ্রহণকারীর জন্য ‘বঙ্গবন্ধু টাইমলাইন’ নামক স্মারকগ্রন্থ।

Share this post

scroll to top