বাকৃবিতে পাবনা-সিরাজগঞ্জ জেলা সমিতির নতুন কমিটি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পাবনা-সিরাজগঞ্জ জেলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুককে সভাপতি এবং পশু প্রজনন ও কৌলি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

রবিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় সংগঠনটির দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠানে ওই কমিটির ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি পদে উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মোক্তার হোসেন, বিনার এসএসও ড. মো. শামছুল আলম মিঠু, ছাত্র বিষয় বিভাগের এডিশনাল ডাইরেক্টর (এডি) ড. মো. নাজমুল হক, কোষাধ্যক্ষ পদে সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম, সহ-কোষাধ্যক্ষ পদে অলোক মাহাতো, আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক পদে মো. এহসান উদ্দিন, মোঃ নজরুল ইসলাম সজিব, নাঈম আহমেদ, শেখ ইমরান হোসেন, মাহবুব শোভন, নাজমুল আকাশ, ইকরাম আল হাসান এশারত।

সাংগঠনিক সম্পাদক পদে সায়েম আহমেদ সিফাত, আদর আফসিন, ফারজানা আফরিন, রুবাইয়াত শারমিন ঐশী, দ্বীন মোহাম্মাদ রুদ্র, অগাস্টিন খাঁ খাঁ, প্রচার সম্পাদক পদে মো. সজীব আহমেদ, মো. তোহা ইসলাম, কাওসার হামিদ, উপ-প্রচার সম্পাদক পদে হাসিবুর রহমান, সাবিক সাঈদ, দপ্তর সম্পাদক পদে সাকিব আহমেদ, মেহজাবিন মীম, উপ-দপ্তর সম্পাদক পদে মাহফুজ হক অভি, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মুহাইমিনুল আকিল,হাসিবুল হাসান শান্ত, উপ-গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে হাসিবুর রহমান বাধন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক পদে প্রিয়তী ঘোষ , গোলাম কবির অয়ন, উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক পদে আজমির হোসেন চমন, সাংস্কৃতিক সম্পাদক পদে জান্নতুল নাঈম মিথিলা এবং প্রহর সাহা। উপ-সাংস্কৃতিক সম্পাদক পদে মাসুদ রানা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আশিকুল ইসলাম আরিফ, রিফাত দ্বীন সোহাগ, ক্রীড়া সম্পাদক পদে তৌকির ইমাম, আবির হাসান বিশ্বাস, সহ-ক্রীড়া সম্পাদক পদে আনিস হোসেন, সমাজকল্যাণ সম্পাদক পদে সাব্বির আহমেদ,মোছা: সোহানা খাতুন, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে প্রিয়া দত্ত,নুসরাত জাহান মীম, পাঠাগার বিষয়ক সম্পাদক পদে রুম্মানুল জান্নাত নাহিদ এবং সাক্ষ্যজিত সাহা পারিজাত নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কমিটিতে ১২ জন সদস্য ও ১৪ জন উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

Share this post

scroll to top