ছাত্রদলের নতুন সভাপতি শ্রাবণ, সাধারণ সম্পাদক জুয়েল

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন সভাপতি হয়েছেন কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। রোববার (১৭ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ১২ এপ্রিল জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাথে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় হয়।

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে ছাত্রদলের গঠন-পুনর্গঠন বিষয়ে যাবতীয় ক্ষমতা সংগঠনের অভিভাবক তারেক রহমানের ওপর অর্পণ করেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী ছাত্রদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য দুজন সদস্য হলেন- সিনিয়র সহ-সভাপতি-রাশেদ ইকবাল খান, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক-আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া।

ছাত্রদলের নবমনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদককে ছাত্রশিবিরের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবমনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ অভিনন্দন বার্তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমান জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েলকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা প্রত্যাশা করি নতুন নেতৃত্ব জাতীয়তাবাদী ছাত্রদলকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। দেশের বিপন্ন গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারে ছাত্রসমাজকে সাথে নিয়ে রাজপথের আন্দোলনকে বেগবান করে ছাত্র সমাজ ও জনগণের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখবে। দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদল, ছাত্রশিবিরসহ দেশপ্রেমিক ছাত্রসংগঠনগুলো কার্যকর ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ।

ছাত্রশিবির নেতৃবৃন্দ নবমনোনীত নেতৃবৃন্দের সুস্থ্যতা ও রাজনৈতিক জীবনে সাফল্য কামনা করেন।

Share this post

scroll to top