সীমান্তে মাদক কারবারির গুলিতে সাংবাদিক নিহত

কুমিল্লা জেলার বুড়িচং সীমান্তে মাদক কারবারির গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নামের এক সাংবাদিক নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তে এ ঘটনা ঘটে।

নাঈম স্থানীয় দৈনিক কুমিল্লার ডাক পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের মোশাররফ সরকারের ছেলে।

ওই এলাকার রাব্বি ও রুবেল নামের দুই যুবক জানান, রাত সাড়ে ৯টার দিকে নাঈমকে গুরুতর আহত অবস্থায় দু’জন বিজিবি সদস্য হাসপাতালে নিয়ে যেতে নির্দেশ দেন। এ সময় বিজিবি সদস্যরা বলেন, সীমান্তে মারামারিতে আহত হয়েছেন তিনি। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে বলে বিজিবি সদস্যরা চলে যান। পরে ওই দুই যুবক নাঈমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজাহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক মহিউদ্দিন নিহত হয়েছেন। মাদক কারবারিরা তাকে নির্মমভাবে হত্যা করেছে। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাকসুদ জানান, এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। তার লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

Share this post

scroll to top