বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)অর্গানাইজার্স সোসাইটির ২০২২-২৩ সালের ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফরিনা মুস্তারিকে সভাপতি এবং ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী জয়তু কুমার মন্ডলকে সাধারণ সম্পাদক করে নতুন এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় । আজ (১৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের গ্যালারিতে এক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম-সম্পাদক পদে খালেদ হাসান, আইরিন আক্তার এবং মহির আঞ্জুম, সাংগঠনিক সম্পাদক পদে অঙ্গন বিষ্ণু, সহ-সাংগঠনিক সম্পাদক ফারহান হাসিন, তানজিলা মোবাশ্বিরা, সাঈদ হাসান এবং মুন্জুর এলাহি, কোষাধ্যক্ষ পদে হাসিবুর রহমান, সহ-কোষাধ্যক্ষ শতাব্দী দাস, প্রোগ্রাম সমন্বয়ক পদে জাহাঙ্গীর রাজন, সহ- প্রোগ্রাম সমন্বয়ক আসিফ ইকবাল, প্রচার সম্পাদক পদে এসএম আবু সামা, সহ- প্রচার সম্পাদক অদিতি চৌধুরি, আইটি সম্পাদক মো. এ সুহাইল, সহ- আইটি সম্পাদক শতাব্দী দাস প্রীতি, এইচআর সম্পাদক বর্ণ পল, সহ-এইচআর সম্পাদক সাদিয়া জান্নাত ঐশী, পরিকল্পনা এবং উন্নয়ন সম্পাদক সৌমিকা বিশ্বাস, সহ-পরিকল্পনা এবং উন্নয়ন সম্পাদক পদে আরেফিন সিফাত নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে ১১ জন, সাধারণ সদস্য হিসেবে ২ জন, শিক্ষক উপদেষ্টা হিসেবে ৮ জন এবং ছাত্র উপদেষ্টা হিসেবে ৮ জন নির্বাচিত হয়েছে।