কুমিল্লা জেলার দেবিদ্বারে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট বল্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন– বল্লভপুর গ্রামের মৃত কামরুজ্জামান মিয়ার মেয়ে তানহা আক্তার (৯) ও একই বাড়ির মাইনউদ্দিন মিয়ার মেয়ে মাহিয়া আক্তার (৭)। তারা সম্পর্কে চাচাতো বোন।
জানা গেছে, দুই বোন বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকে দুইজন পুকুরে ভেসে ওঠে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মারজানা আক্তার জানান, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে দুই শিশুর লাশ পরিবারের সদস্যরা নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।