মায়ের জন্য ভালবাসা স্লোগান দিয়ে শিশুরা তাদের মায়েদের গলায় মেডেল পড়িয়ে দেয়
টাঙ্গাইলে মায়ের পা ধুইয়ে দিয়ে বিশ্ব ভালোবাসা দিবস পালন করেছে শিশুরা। হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের আয়োজনে ব্যতিক্রমী এই আয়োজনে ৩ থেকে ৬ বছরের শিশুরা।
অনুষ্ঠানে শতাধিক মা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে নিজেরদের মায়ের পা ধুয়ে দেয় শিশুরা। পরে মায়ের জন্য ভালবাসা স্লোগান দিয়ে শিশুরা তাদের মায়েদের গলায় মেডেল পড়িয়ে দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নিজের রক্ত দিয়ে মা তার সন্তানকে জন্ম দেয়। ভূমিষ্ঠ হওয়ার পর তাকে অতি যত্মে ও আদর স্নেহে বড় করে তুলেন। পৃথিবীতে মা ও সন্তানের ভালবাসার সমতুল্য অন্য কারো ভালবাসা হতে পারে না।”
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের উপদেষ্টা অ্যাভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মো. সেলিম আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের চেয়ারম্যান সাংবাদিক নওশাদ রানা সানভী।