লক্ষীপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

সুরক্ষিত বিশ্ব নিশ্চিত স্বাস্থ্য এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ০৭ এপ্রিল (বৃহস্পতিবার) লক্ষীপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে র‌্যালি জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা সিভিল সার্জন ডা: আহাম্মদ কবির এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিন, মেডিকেল অফিসার ডা: নাহিদ রায়হার, ডা: নারর্গিস পারভীন, ডা: মোশি দায়েন হালদার, সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি ডা: রোমেন প্রমুখ। এসময় স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top