ময়মনসিংহ শহরে ধারালো অস্ত্রের আঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত যুবক শরীফ আহমেদ নগরীর চরপাড়া এলাকার চৌধুরী ক্লিনিকের স্বত্ত্বাধীকারী শহিদ মিয়ার ছেলে।
জানা যায়, বুধবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নগরীর চরপাড়া এলাকার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল গেটের বিপরীত পাশের গলিতে অবস্থিত চৌধূরী ক্লিনিকের নিচে এই হত্যাকান্ড ঘটে।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ছুরিকাঘাত হওয়ার পর স্থানীয়রা শরীফ আহমেদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে আছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। তবে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।