শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চড়পাড়া গ্রামের স্বামীর ঘর থেকে তাসলিমা (১৯) নামে এক নববধূর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী পৌরসভার খালভাংগা মহল্লার মোফাজ্জল ওরফে কেরালুর মেয়ে তাসলিমার চড়পাড়া গ্রামের সফির উদ্দিনের ছেলে আনিসুর রহমানের সাথে আড়াই মাস আগে পারিবারিক ভাবে বিয়ে হয়। গতকাল বুধবার দুজনই রাতে খাওয়া-দাওয়া করে নিজ ঘরে ঘুমাতে যায়। পরে রাত তিনটার দিকে পাশের রুমে থাকা আনিসের মামী তছিরন একটি ফোন পেয়ে আনিসের ঘরে গিয়ে মেঝেতে পড়ে থাকা তাসলিমার লাশ দেখতে পান। পরে সকালে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ঘটনার পর তাসলিমার স্বামী আনিস পলাতক রয়েছেন।
নালিতাবাড়ী থানার ওসি আবুল খায়ের বলেন, আত্ম্যহত্যা না হত্যা এখনই বলা যাচ্ছে না, তবে গলায় দাগ রয়েছে।