ময়মনসিংহে বজ্রসহ বৃষ্টি হতে পারে

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বুধবার (৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহসহ সিলেট ও রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। সাগরের দক্ষিণ-পূর্ব দিকে এ লঘুচাপটি আগামী ৭২ ঘণ্টায় সৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০%। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টার মধ্যে তেঁতুলিয়াতে ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ২২ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে। আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৫ মিনিটে।

Share this post

scroll to top