ময়মনসিংহে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ২০০০ টাকায় বৃদ্ধির দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে প্রতিবন্ধী ব্যক্তির মাসিক ভাতা দুই হাজার টাকা এবং সরকারি, বেসরকারি ও স্ব-কর্মসংস্থানে বিনামূল্যে চিকিৎসা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন করেছে প্রতিবন্ধীরা।

শুক্রবার সকালে ময়মনসিংহ বধির সংঘের উদ্যোগে নগরীর গাঙিনারপাড় ট্রাফিকমোড় ও ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসুচীতে অর্ধশতাধিক প্রতিবন্ধী শিশু, নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসুচী চলাকালে বক্তব্য রাখেন ময়মনসিংহ বধির সংঘের সভাপতি মো. গোলাম ফজলে আনোয়ার পারভেজ, সাধারণ সম্পাদক তপন সাহা ও কোষাধ্যক্ষ মো. ফজলুল হক।

Share this post

scroll to top