চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ছোট ভাইয়ের কাছ থেকে একটি চকলেট নিয়ে খেয়ে ফেলে কলেজছাত্রী। এতে ছোট ভাই কান্না করায় মায়ের বকুনী। রাগে ও ক্ষোভে বাড়ির সবার অজান্তে গুল খেয়ে আত্মহত্যা করে ওই কলেজছাত্রী।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শালমারা গ্রামে। নিহত ওই কলেজছাত্রীর নাম সানজিদা আক্তার (১৮)। সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা গ্রামের বিপুল মন্ডলের মেয়ে এবং নারুয়া মুনছুর আলী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
নিহত কলেজছাত্রীর বাবা বিপুল মন্ডল জানান, তার মেয়ে সানজিদা আক্তার কলেজে পড়ে। তার ছেলে রুহানের (১০) কাছ থেকে একটি চকলেট নেয় সানজিদা। এতে ছেলে কান্নাকাটি শুরু করে। তার স্ত্রী রেহেনা বেগম মেয়ে সানজিদার উপর রাগ করলে এতে অভিমান করে সানজিদা বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির সবার অজান্তে বসতঘরের মধ্যে গুল খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, কারো কোনো অভিযোগ না থাকার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।