নানা আয়োজনে বাকৃবিতে স্বাধীনতা দিবস উদযাপন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শনিবার, ২৬ মার্চ সকাল ৭ টার দিকে ক্যাম্পাসের মরণসাগর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য আধ্যাপক ড. লুৎফুল হাসান। এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদের স্মরণে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, প্রক্টর অধাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আজহারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সহকারী প্রক্টরবৃন্দ, বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে কুচকাওয়াজের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত স্কুল কলেজের শিশু কিশোরদের অংশগ্রহণে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুরে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।

Share this post

scroll to top