মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিজয় পতাকা র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা জাসদের উদ্যোগে বিজয় পতাকা র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে সমাবেশ করে।
সমাবেশে উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শরীয়তুল্লাহ মাস্টারের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম হীরা, উপজেলা জাসদের সহ-সভাপতি সাইদুল ইসলাম বিএসসি, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আজহার ইসলাম হেলাল, মো. আইয়ুব আলী ফকির, মো. ফজলুল হক মাস্টার, প্রচার সম্পাদক মেছের আলী ফকির, জাসদ ফুলবাড়িয়া পৌর কমিটির সভাপতি আহসান হাবীব বাবলু, উপজেলা জাসদের শ্রম বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহিম, মো. খোরশেদ আলম, ডা. দুলাল, লাল মিয়া, শফিকুল ইসলাম, উজ্জ্বল মিয়া, উপজেলা যুবজোটের সভাপতি আতিকুর রহমান তারা প্রমূখ । আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।