‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে অন্ধকারে রই’ এই শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে সপ্তাহব্যাপী বই মেলা শুরু হয়েছে।
শুক্রবার নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের বৈশাখি মঞ্চে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বই মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক যতীন সরকার, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, সিটি করপোরেশনের সচিব রাজীব কুমার সরকার, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন ও ময়মনসিংহ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আব্দুর রব মোশাররফ। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। ৩৭টি স্টল নিয়ে শুরু হওয়া বই মেলা শেষ হবে ৩১ মার্চ।