স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত ধরা হবে। ঘটনার সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না।’
শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীতে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে টিপুর স্বজনরা মামলা দায়ের করেছেন। নিহত কলেজছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। হত্যাকাণ্ডের তদন্তে পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থাও কাজ করছে। এ ঘটনার সঙ্গে যার সংশ্লিষ্টতা মিলবে, তাকেই আইনের আওতায় আনা হবে।’
তিনি আরও বলেন, ‘শুধু হামলাকারী নয়, এ ঘটনায় কেউ কলকাঠি নেড়েছে কি না, আমরা তাও খতিয়ে দেখছি। দ্রুত তদন্ত করে নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেপ্তার এবং যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা টিপু। এলোপাথারি গুলিতে মারা যান রিকশাআরোহী কলেজছাত্রী প্রীতি। এ সময় আহত হওয়া টিপুর গাড়ির চালক মুন্না ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন আছেন।
ওই হত্যাকাণ্ডের পরপরই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট সেখান থেকে আলামত সংগ্রহ করেছে। র্যাবের বিশেষজ্ঞ দলও এ নিয়ে কাজ করছে। ইতোমধ্যে ঘটনাস্থল ও আশপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে।