পুতিনের বিশেষ দূতের পদত্যাগ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত অ্যানাতোলি চুবাইস পদত্যাগ করেছেন। এক মাস আগে ইউক্রেন হামলার পর ক্রেমলিনের সাথে সম্পর্কচ্ছেদ করা প্রথম সিনিয়র কর্মকর্তা তিনি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আরআইএ নোভোস্তি সংবাদ সংস্থাকে বুধবার বলেন, চুবাইস স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

চুবাইস আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে রাশিয়ার সম্পর্ক দেখাশোনার বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তাকে ২০২০ সালে ওই পদে নিয়োগ করা হয়েছিল। তিনি ২০০৮ সাল থেকে রাষ্ট্রীয় প্রযুক্তি প্রতিষ্ঠান রুসনানোর প্রধান ছিলেন। তিনি একসময় সাবেক প্রেসিডেন্ট বরিস ইয়েলতসিনের চিফ অব স্টাফ ছিলেন।

পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ইউক্রেন সঙ্ঘাতের কারণে চুবাইস পদত্যাগ করেছেন। তিনি রাশিয়াও ত্যাগ করেছেন।

অল্প যে কয়েকজন প্রভাবশালী অর্থনীতিবিদ সোভিয়েত ইউনিয়নের পতনের পর রুশ অর্থনীতির হাল ধরেছিলেন, চুবাইস তাদের অন্যতম।
সূত্র : আল জাজিরা

Share this post

scroll to top