মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আয়োজিত সাহিত্য প্রতিযোগিতা-২০২১ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বাকৃবি সাহিত্য সংঘের আয়োজনে ২২ মার্চ (মঙ্গলবার) বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে ওই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সাহিত্য সংঘের সভাপতি অধ্যাপক ড. মো.গোলাম ফারুকের সভাপতিত্বে মুঠোফোনে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এম.এ.সালাম, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আজহারুল ইসলাম।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, নবাগত শিক্ষার্থীদেরকে সাহিত্য চর্চার সাথে যুক্ত হওয়ার সকল সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিভা অন্বেষণের লক্ষ্যে প্রতিবছর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করার আহ্বান জানান।
এছাড়াও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন বলেন, জাতিকে সুশৃঙ্খল ভাবে গড়ে তুলতে সাহিত্য চর্চার বিকল্প নেই। সাহিত্য চর্চা বাঙালি সংস্কৃতির সাথে ওতোপ্রোতভাবে জড়িত। মানবিক বাংলাদেশ গড়তে ও সমাজের কুসংস্কার দূর করতে সমাজের প্রতিটি মানুষকে সাহিত্য চর্চায় মনোনিবেশ করতে হবে।
প্রতিযোগিতাটি গতবছর করোনাকালীন সময়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। তিনটি ক্যাটাগরিতে চারটি ইভেন্টে মোট ১২ জনকে পুরষ্কৃত করা হয়। বঙ্গবন্ধুকে প্রতীকী চিঠি, রচনা ও স্বরচিত কবিতা লিখা ক্যাটাগরিতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।