ফুলবাড়ীয়ায় কৃষকের ১১ গরু চুরি

ময়মনসিংহের ফুলবাড়ীয়ার চকরাধাকানাই গ্রামের ১১ মাইল নামক স্থান থেকে মঙ্গলবার (২২ মার্চ) ভোর রাতে কৃষকের গোয়াল ঘর থেকে ১১টি গরু চুরি হয়েছে। এ নিয়ে ঐ গ্রামে কৃষকদের মধ্যে গরু চুরি আতংক দেখা দিয়েছে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোর ৪ টার দিকে চকরাধাকানাই গ্রামের ১১ মাইল নামক স্থানের মকবুল হোসেন চেয়ারম্যানের বাড়ী থেকে আঃ মজিদের ৩ টি,তার ছেলে রফিকুলে ২ টি, আশরাফ আলীর ২ টি, লাল মিয়ার ২ টি, গিয়াস উদ্দিনের ২ টি গরু চুরি করে পিকআপ দিয়ে নিয়ে যায়। ১১ টি গরুর মধ্যে গাভী গরু বেশি ছিল বলে জানা গেছে। কৃষক আঃ মজিদ জানান, আমার গোয়াল ঘর থেকে ৩ টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। তার মধ্যে ২ টি ছিল গাভী। ১১ গরুর বর্তমান বাজার মূল্য ১২ লাখ টাকা হবে বলে জানান তিনি।

পাশের বাড়ীর নুরুল ইসলাম জানান, আমাদের বাড়ী ফুলবাড়ীয়া- ময়মনসিংহ সড়কের পাশে হওয়ায় চোরেরা চুরি করতে সাহস পায়। ৩ মাস আগে আমার গোয়াল থেকে চোরেরা গরুর চুরির চেষ্টা করার পর গরু দুটি বিক্রি করে দিয়েছি। চুরির কারনে এখন গরু কিনতে সাহস পাইনা।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ১১ গরু চুরির খবর পাওয়ার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share this post

scroll to top