ময়মনসিংহে মাকে খুন করেছে ছেলে

ময়মনসিংহে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধে ছেলের হাতে থাকা লাঠির আঘাতে মা হাফিজা খাতুনের (৭০) মৃত্যু হয়েছে।

সোমবার সকালে ময়মনসিংহ সদরের কুষ্টিয়া ইউনিয়নের পাড়া খালবালা গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। এঘটনায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকেই খুনি ছেলে মো. আব্দুল মান্নান (৫৫) ও তার স্ত্রী হাজেরা খাতুন (৪০) পলাতক রয়েছে বলে জানিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Share this post

scroll to top