রাজবাড়ী জেলার পাংশা উপজেলার রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কের শিয়ালডাঙ্গী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১১ জন।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়া জেলার নন্দিগ্রাম থানার পূর্ব বাশ বাড়িয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মো: মিলন হোসেন (২২), কাতেব আলীর ছেলে জামাল হোসেন (২৫)।
জানা গেছে, নিহতরা মাগুরা জেলা থেকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো: ফললুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।