অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো ছাত্রলীগ নেতার

জয়পুরহাট শহরের এলজিইডি ভবনের সামনে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ছাত্রলীগ নেতা নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (১৯ মার্চ) বিকাল ৪টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আতিকুর রহমান। জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে এবং বম্বু ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকাল ৪টার দিকে আতিক ও তার সহযোগী আমিনুল মোটরসাইকেল নিয়ে জয়পুরহাট শহরের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান ছাত্রলীগে নেতা আতিক। আহত অবস্থায় আমিনুলকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আমিনুলের অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানান, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this post

scroll to top