খেলাধূলায় একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ। নারী বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর দক্ষিণ আফ্রিকায় টাইগারদের প্রথম জয়ের আনন্দে ভাসল দেশের ক্রীড়ামোদিরা।
সেই জয়ের উচ্ছ্বাসের রেশ কাটতে না কাটতেই আরেকটি আনন্দের উপলক্ষ এনে দিলেন তীরন্দাজরা।
এশিয়া কাপ আরচ্যারি স্টেজ-১ এ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে ভারতকে হারিয়েছে বাংলাদেশ।
থাইল্যান্ডে শনিবার রোমান সানা-নাসরিন আক্তার জুটি ৫-৩ সেটে ভারতীয় জুটিকে হারায়। রোমান সানা তার ব্যক্তিগত রিকার্ভ ও পুরুষ রিকার্ভে ফাইনালে উঠতে ব্যর্থ হলেও মিশ্র বিভাগে স্বর্ণের স্বাদ পেলেন।