গার্ল গাইডস ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৭ মার্চ) ময়মনসিংহ নগরীর গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ল গাইডস এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কমিশনার ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চলের বিদ্যালয় পরিদর্শিকা রওশন আরা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক কমিশনার ও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার ও গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম।

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক সেক্রেটারী শামছুন্নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক কমিশনার ও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, আজ যারা কোমলমতি শিশু তারাই আগামী দিনের ভবিষ্যত। তাদেরকে অবশ্যই দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। তাছাড়া চরিত্রবান, সুশৃঙ্খল, পরোপকারী ও আত্মমর্যাদা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে হলদে পাখিসহ গার্ল গাইড সদস্যদের পড়াশুনার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে গার্ল গাইডস এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কমিশনার ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চলের বিদ্যালয় পরিদর্শিকা রওশন আরা খান বলেন, আমরা বঙ্গবন্ধুর দেশ ভাবনা নিয়ে সবাই জানি। তিনি জেল জুলুমের শিকার হয়েও যেভাবে দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, অত্যাচারীদের হাত থেকে বাঙ্গালীদের মুক্ত করেছেন সেভাবেই গার্ল গাইডস সদস্যদের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সাংষ্কৃতিক অনুষ্ঠানে হলদে পাখির সদস্যরা ও গার্ল গাইডস সদস্যরা কবিতা আবৃত্তি, গান ও নাচে অংশ নেয়। অনুষ্ঠান শেষে হলদে পাখির সদস্য, গার্ল গাইড সদস্য এবং ছোট শিশুদের হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেয়া হয়।

Share this post

scroll to top