যথাযথ মর্যাদায় ও ঘৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২২ উৎযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ (১৭ মার্চ) সকাল ৭ টায় বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে’ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস, ছাত্র বিষয়ক উপদেষ্টা বিভাগ, শিক্ষক সমিতি, শিক্ষক ফোরামসহ শিক্ষকদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন হলের প্রভোস্ট, সামাজিক-রাজনৈতিক সংগঠন, শিশু কিশোর কাউন্সিল, মুক্তিযোদ্ধা সন্তান পরিষদ, হাসিমুখ, বাকৃবি সাংবাদিক সমিতিসহ বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে শিশু কিশোর কাউন্সিলের আয়োজনে সকাল সাড়ে নয়টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ সম্পর্কিত নির্ধারিত কবিতা আবৃত্তি, ছড়া ও গান এবং বঙ্গবন্ধুর ভাষণ পরিবেশন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সকল মসজিদ, মন্দির ও উপাসনালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু বিষয়ক কবিতা আবৃত্তি এবং গানের আয়োজন করা হয়েছে। উদযাপন কমিটিসূত্রে জানা যায়, সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি চলবে।