নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

নরসিংদীর রায়পুরায় বাসের সাথে সংবাদপত্র বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক খালেদ মাহমুদ বলেন, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডের অদূরে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সাথে সিলেটগামী একটি পত্রিকাবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন।

তিনি বলেন, খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাস ও মাইক্রোবাসটি ও জব্দ করা হয়েছে।

Share this post

scroll to top