পশুপালন দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বাকৃবিতে (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়) আনন্দ শোভাযাত্রা হয়েছে। বেলুন উড়ানোর মধ্য দিয়ে শোভাযাত্রাটি শুরু হয়। সোমবার (১৪ মার্চ) বাংলাদেশ এ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস ফেডারশনের আয়াজনে এবং বাংলাদেশ এ্যানিমেল হাজবেন্ড্রি এসোসিয়েশনের (বাহা) পৃষ্ঠপোষকতায় এ দিবসটি পালন করেন বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের সামনে থেকে শিক্ষক-শিক্ষার্থীরা মিলে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। এ সময় শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশুপালন অনুষদের সামনে এসে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে কেক কাটা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুভাস চদ্র দাস, পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মা. মোখলেছুর রহমান, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফৌজিয়া সুলতানা, ডেয়রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী ও অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল ইসলামসহ অনুষদের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
এছাড়া দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর এবং পশুপালন অনুষদের শিক্ষক আজহারুল হকের স্মরণে দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ সংলগ্ন ধূমকেতু মাঠে এক ফুটবল প্রীতি ম্যাচের আয়াজন করা হয়।