লক্ষীপুরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মাঝে ৪৫ লক্ষ টাকার চেক বিতরণ

লক্ষীপুর অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের মাঝে ৪৫ লক্ষ টাকা এবং জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে অসহায়, দুস্থ ও গরীব ৩৯ জনের মাঝে ৩ লাখ ১৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। সোমবার (১৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে এই চেক বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা সমাজসেবার উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরএ আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।

জেলা সমাজসেবার উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী জানান ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত জেলার ৯০ জন মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৪৫ লাখ এবং অসহায়, গরীব ও দুস্থ আরও ৩৯ জনের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের ৩ লাখ ১৫ হাজার টাকার চেক বিতরন করা হয়।

Share this post

scroll to top