জুয়া খেলার প্রতিবাদ করায় ময়মনসিংহের গৌরীপুরে এক দরিদ্র পরিবারের ঘর বাড়ি ভাঙ্গচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
অভিযোগে জানা যায়, ময়মনসিংহের গৌরীপুরের ডৌহাকলা ইউনিয়নের চুড়ালী গ্রামের রুহুল আমিনের বাড়ির পাশে প্রতিদিন জুয়া খেলার আসর বসে। আর জুয়াড়িদের চিৎকার চেচামেচিতে প্রতিদিনই রুহুল আমিনের বাড়ির শিক্ষার্থীসহ অন্যান্যদের ব্যাপক আতঙ্কে থাকতে হয়।
এদিকে রুহুল আমিন অসহ্য হয়ে শুক্রবার সন্ধায় জুয়া বোর্ডের বিডার আমিরুলকে তার বাড়ির পাশ থেকে জুয়ার বোর্ড সরাতে অনুরোধ করলে হীতে বিপরীত ঘটনার সৃষ্টি হয়। জুয়া বোর্ডের বিডার আমিরুলসহ অন্যান্য জুয়ারিরা এতে ক্ষিপ্ত হয়ে রুহুল আমিনের বাড়ি ঘরে হামলা চালায় এবং সেচ পাম্পসহ ঘরে থাকা মালামাল লুটপাট করে। এঘটনার পর থেকে রুহুল আমীনসহ তার পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছে। অপরদিকে এলাকাবাসীর অভিযোগ, এলাকায় এই জুয়ার আসরের কারণে গরু চুরি বেড়েই চলছে।