ঢাকাThursday , 10 March 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কবিতা: জীবনের অখন্ড সত্যকে ছুঁইয়ে দিতে-লায়ন এম এ রশিদ

Link Copied!

দৃষ্টির জন্য চাই তৃপ্তিকর দৃশ্যপট,
যা মনকে ছুঁইয়ে দিতে পারে,
তুমি সুন্দর, তাই চেয়ে থাকি বলে,
আমার আঙ্গিনায় তৃপ্তির রস ঝড়ে।
অফুরন্ত ভালোলাগা, এই সুন্দরের কাছে,
আমি হই ঋণী,
ভালোলাগা এই ‘সুন্দর’ তুমি,
আমার স্বপ্নের অমিয় সুধামনি।
চাঁদ, জোসনা ছড়িয়ে যেমন তৈরী করেছে,
দূহের প্রেমময় সেতুবন্ধন,
তেমনি রাত দিয়েছে স্বপ্নের রূপকথা,
‘তুমি’ দিয়েছ হৃদয়ে সুখের স্পন্দন।
চৈত্রের হাওয়া ঝড়িয়ে দেয় বৈশাখী
ঝড়াপাতা, আগমনী নববর্ষের
নূতন পাতাদের করে আহŸান,
তুমি কি আমার নববর্ষের সুন্দর পাতা হয়ে
সুখের দোলা দিয়ে, হৃদয়ে তুলিবে তুফান?
আমি অন্ধকার হৃদয়ে,
কোন নান্দনিকতার দৃশ্যপট সাজাতে পারিনা,
অনুভূতিগুলি রহস্যময়তায় জমাট বাঁধে,
ঋণী হয়ে যাই সুন্দরের কাছে, কোথায় পৌঁছাবো জানিনা।
পৃথিবীর মানুষেরাই তৈরী করেছে মর্ম ঝালা,
রচনা করেছে নানা দৃশ্য, নানা ইঙ্গিতে,
ওগো ‘সুন্দর’ তুমি ই পার,
জীবনের অখÐ সত্যকে প্রেমসুধায় ছুঁইয়ে দিতে।

আলহাজ্ব লায়ন এম এ রশিদ
প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন
ভালুকা, ময়মনসিংহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।