ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কালীন স্থানীয় সমন্বয়কারি ত্রিশাল নজরুল কলেজের সাবেক অধ্যক্ষ ও ত্রিশালের সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদের নামে বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রাবাসের নাম করণে বৃহস্পতিবার দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে আব্দুর রশিদের পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুর রশিদের মেয়ে জেনিফার ফাহানা রশীদ। এ সময় আব্দুর রশিদের পরিবারের সদস্য সিনিয়র সাংবাদিক এ.টি.এম মনিরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রশিদের ছোট ভাই আবু রায়হান, চাচাত ভাই কামরুল ইসলাম বাচ্চু, সিনিয়র সাংবাদিক মোখলেছুর সবুজ, সাপ্তাহিক ত্রিশাল বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামীম আজাদ আনোয়ার প্রমুখ। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময়ে যারা জমি দান করেছেন তাদের জমিদাতা হিসেবে স্বীকৃতি দেওয়ার আলোচনাটিও উঠে আসে।