ইউক্রেনে ৬ হাজার রুশ সেনা নিহত: যুক্তরাষ্ট্র

ইউক্রেনে হামলার পর থেকে গত দুই সপ্তাহে সেখানে রাশিয়ার ৫ হাজার থেকে ৬ হাজার সেনা প্রাণ হারিয়েছেন বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তারা বলছেন, নিহতের সঠিক পরিসংখ্যান এই মুহূর্তে দেওয়া সহজ নয়। খবর সিবিএস নিউজ ও বিবিসির।

সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা বলেন, ইউক্রেনে যত রুশ সেনা নিহত হয়েছেন, আহত তারও তিন গুণ।

মার্কিন কর্মকর্তাদের ধারণা, রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর ১৫ থেকে ১৮ হাজার রুশ সেনা আহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রুশ সেনাদের মৃত্যুর এই হারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করেন।

তবে ইউক্রেনের দাবি তাদের প্রতিরোধে ১২ সহস্রাধিক রুশ সেনা নিহত হয়েছেন।

আর জাতিসংঘ গতকাল জানিয়েছে, এ পর্যন্ত ৪৭৪ জন ইউক্রেনীয় নিহত হয়েছেন।

Share this post

scroll to top