ময়মনসিংহের ত্রিশালে অবিস্থত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ছাত্রলীগ না করায় মারাত্বকভাবে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ৪জনকে সাময়িক বহিস্কারসহ ৮জন শিক্ষার্থীর বরাদ্দকৃত হলের সিট বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।
তদন্ত কমিটির সুপারিশ মতে টিপিএস বিভাগের সামিউল হব হিমেল, ফোকলোর বিভাগের আবু নাঈম আব্দুল্লাহ (যাযাবর নাঈম), লোকপ্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের মোমেন সরকার এবং তানভির আহমেদ তুহিনকে সাময়িকভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়। এছাড়াও কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার জবাব আগামী ১৫ (পনের) দিনের মধ্যে জানতে চেয়ে কারণ দর্শানো নোটিশ ইস্যুর সুপারিশ করা হয়েছে। সেইসাথে তাদের স্ব-স্ব হলের বরাদ্দকৃত সিট বাতিল করার সুপারিশ করা হয়েছে। এছাড়াও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের মো. ছনিক মিয়া, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের মো. মোজাহিদ হোসেন সজিব, পপুলেশন সায়েন্স বিভাগের মো. সৌরভ হোসেনকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৩২৪ নং কক্ষের বরাদ্দকৃত আসন বাতিলের সুপারিশ করা হয়।
এছাড়াও এ ঘটনায় জড়িত শিক্ষার্থীরা ভবিষ্যতে এরূপ কার্যকলাপে যুক্ত হলে এবং গৃহীত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রতিক্রিয়া হিসেবে কোন বিশৃংখলা সৃষ্টি করলে কর্তৃপক্ষকে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।