লক্ষীপুরে নিরাপদ খাদ্য ও উচ্চমূল্য ফসল উৎপাদনে সেমিনার

নিরাপদ খাদ্য ও উচ্চমূল্য ফসল উৎপাদনে ডিপ্লোমা কৃষিবিদদের ভূমিকা শীর্ষক সেমিনার বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ লক্ষীপুর জেলা শাখার উদ্যোগে ০৫ মার্চ (শনিবার) শহরের বাগবাড়ি ঐহিত্য কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হয়। পরিষদের জেলা শাখার সভাপতি এ. টি. এম খোরশেদ আলমের সভাপতিত্বে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষীপুর-২ আসনের এমপি এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌধুরী। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো: জাকির হোসেন, পরিষদের কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবদুর রাশেদ খান, সহসভাপতি মো: ফিরোজ আক্তার, প্রচার সম্পাদক মিন্টু খান, কৃষকলীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা প্রমুখ।

এসময় বক্তারা নিরাপদ খাদ্য ও উচ্চমূল্য ফসল উৎপাদনে ডিপ্লোমা কৃষিবিদদের ভূমিকা শীর্ষকসহ বিভিন্ন বিষয় নিয়ে সেমিনারে আলোচনা করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ জেলা ও উপজেলাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top