ময়মনসিংহে সংখ্যালঘু পরিবারের বসতভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সংখ্যালঘু রবিদাস সম্প্রদায়ের একটি পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদ ও জবরদখলের পাঁয়তারা থেকে রেহাই পেতে জনপ্রতিনিধিসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগি পরিবার।

শনিবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগি পরিবারের সদস্য পার্বতী রবিদাস সাগরি। এতে বলা হয়, সদর উপজেলার চরঈশ্বরদিয়া মৌজায় দুই দিক সিএন্ডবি রোডের জমি বাদ দিয়ে শতাধিক বছর থেকে পুর্ব পুরুষের দখলীয় পৈত্রিক জমিতে (আরএস খতিয়ান নং-১৪১৮, দাগ নং-৪৬৩৭ ও ৪৬৩৮, শ্রেনী-বাড়ি, বিআরএস খতিয়ান নং-১৪১৮, রিজার্ভ নং-৯৯৫, জেএল নং- ৭৮) গোপাল রবিদাস, মন্টু রবিদাস, দুলাল রবিদাস, রামধর দাস, সন্টু রবিদাস সর্বপিতা- গণেশ রবিদাস বসবাস করে আসছেন। সম্প্রতি আবাসন প্রকল্পের জন্য ৪৬৩৬ নং দাগের ৪৮ শতাংশ জমি বরাদ্দ করা হয়।

উক্ত জমিকে আবাসন প্রকল্পের অবকাঠামো নির্মাণ করতে গিয়ে ৪৬৩৬ দাগের পরিবর্তে ব্যক্তি মালিকানধীন দখলীয় ৪৬৩৭ এবং ৩৬৩৮ দাগের ভূমিতে ইটের বাউন্ডারি দেয়ালসহ নির্মিত চালা ঘর ও গাছপালা বিনষ্ট করে একটি সংখ্যালঘু রবিদাস পরিবারকে উচ্ছেদ ও জবরদখল করার পাঁয়তারা করা হচ্ছে। বিষয়টি সরেজমিন তদন্ত করে বরাদ্দকৃত জমিতে আবাসন প্রকল্পের অবকাঠামো নির্মাণের কাজ করার দাবি জানানো হয়। এসময় পরিবারের অন্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top