ঢাকাFriday , 4 March 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

হেরোইনসহ ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

Link Copied!

ময়মনসিংহের ত্রিশালে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ চারজনকে ১৮ পুরিয়া হেরোইনসহ আটক করেছে ত্রিশাল থানা পুলিশ।

ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন অভিযানের ভিত্তিতে উপজেলার নওধার লেকেরপাড় মাইক্রোস্ট্যান্ড এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন ও তার সঙ্গে থাকা কবির হোসেন, মোস্তাফিজুর রহমান রাজন, মাহবুব হোসেনকে হেরোইন বিক্রির সময় ১৮ পুরিয়া হেরোইন ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক করেছে পুলিশ।

মামলার বাদী এসআই আব্দুল সাত্তার জানান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ চারজনের কাছে পাওয়া হেরোইন তারা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। বৃহস্পতিবার বিকালে আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।

ত্রিশাল থানা ওসি মো. মাইন উদ্দিন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ চারজনকে হেরোইনসহ আটক করা হয়। পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেছে।

সদ্য বিলুপ্ত হওয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন ত্রিশাল পৌর এলাকার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দুলাল মণ্ডলের ছেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।