নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম খান জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধাপরাধের বিষয়ে অভিযুক্ত ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আইসিসির একটি দল।
বৃহস্পতিবার ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের কাছে এক সাক্ষাতকারে এই কথা বলেন তিনি। করিম খান বলেন, ‘গতকাল আমি একটি দল তৈরি করেছি এবং আজকে তারা সংশ্লিষ্ট এলাকায় যাচ্ছেন।’
তিনি জানান, আইসিসি ইউক্রেনে যুদ্ধে সকল পক্ষের দ্বারা সংগঠিত সম্ভাব্য যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার বিষয়ে তদন্ত করবে।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।
পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
জাতিসঙ্ঘের তথ্য অনুসারে, যুদ্ধ থেকে বাঁচতে ১০ লাখের বেশি শরণার্থী ইউক্রেন ছেড়েছে।
অপরদিকে ইউক্রেনের জরুরি সেবা সংস্থা বুধবার জানিয়েছে, দেশটিতে সংঘর্ষে মোট দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সূত্র : আলজাজিরা