করোনা মহামারির বিরূপ পরিস্থিতি কাটিয়ে প্রায় দেড় মাস পর ক্লাসে ফিরেছে প্রাথমিক স্তরের কোমলমতি শিক্ষার্থীরা।
বুধবার (০২ মার্চ) সকালে সারাদেশের মতো ময়মনসিংহের সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে ক্লাসে যোগদান করে শিক্ষার্থীরা। তবে সংক্রমণ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় খুলেনি প্রাক-প্রাথমিক বিদ্যালয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিউল হক জানান, জেলায় চার হাজার ৮৬০টি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছে ৮ লাখ ৩৬ হাজার ৩৪০ জন। উপস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন এই প্রধান শিক্ষক।