লক্ষীপুর জেলা পর্যায়ে সামাজিক সুরক্ষা কার্যক্রম শীর্ষক অধিপরামর্শ সভা

লক্ষীপুর জেলা পর্যায়ে সামাজিক সুরক্ষা কার্যক্রম শীর্ষক অধি-পরামর্শ সভা ০১ মার্চ (মঙ্গলবার) দুপুরে শহরের রোজ গার্টেন চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। জেলা নাগরিক সহায়তা কমিটির আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও এনআরডিএস যৌথ সহযোগীতায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী।

ফোরামের জেলা শাখার সভাপতি ও লক্ষীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের জেলা কমিটির সদস্য মো: কামাল হোসেন, সামছুল আলম লিটু, মো: আসাদুজ্জামান চৌধুরী, জাহাঙ্গীর হোসেন লিটন, মো: রবিউল ইসলাম খান, প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব ভৌমিক, মনিটরিং অফিসার নুরে আলম সিদ্দিকী, ফিল্ড ফ্যাসিলিটর নুর হোসেন রাশেদ প্রমুখ। সভায় জানানো হয় লক্ষীপুর জেলায় উপজেলা সমূহে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী কিছু ব্যাক্তি এখনো সরকার ভাতা সুফল পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। সমাজ সেবা থেকে শতভাগ ভাতা ভোগী সমপন্ন করা হলেও বাস্তবে এখনো অনেক মানুষ এই সুফল থেকে বঞ্চিত রয়েছে।

বাদ পড়া ব্যাক্তিদের অর্ন্তভুক্ত, ভাতা ভোগীদের বিভিন্ন সমস্যা ও দূর্ভোগের বিষয়টি নিয়ে আলোচনা করেন। এসময় প্রধান অতিথি তার পক্ষ থেকে এসব সমস্যা গুলো সমাধানে যতটুকু সম্ভব সমাধান করার প্রতিশ্রæতি দেন। পাশাপাশি জাতীয় ভাবে বিষয়টি তুলে ধরবেন বলে জানান।

Share this post

scroll to top