হাসপাতাল থেকে ছাড়া পেলেন পেলে

টিউমার ও মূত্রনালীর সংক্রমণের কারণে দীর্ঘ প্রায় দুই সপ্তাহ সাও পাওলোর একটি হাসপাতালে কাটানোর পর ছাড়া পেয়েছেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি ব্রাজিলীয় তারকা পেলে। সোমবার হাসপাতালের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে।

এক বিবৃতিতে আলবার্ট আইনস্টাইন হাসপাতাল জানায়, ‘ও রেই (দ্য কিং)’ নামে পরিচিত ৮১ বছর বয়সী সাবেক ফুটবল কিংবদন্তির অবস্থা এখন স্থিতিশীল। মুত্রনালীর সংক্রমণ থেকে তিনি মুক্ত। তবে কোলন টিউমারের চিকিৎসা অব্যাহত থাকবে।’

গত বছর সেপ্টেম্বরে ধরা পড়া টিউমারের কেমোথেরাপি দিতে ১৩ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন পেলে। ভর্তির আট দিন পর তার মুত্রনালির সংক্রমণ শনাক্ত করে চিকিৎসকরা। যে কারণে হাসপাতালে তার অবস্থান দীর্ঘায়িত হয়।

গত ৪ সেপ্টেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে পেলের দেহ থেকে টিউমার অপসারণ করা হয়েছে। ওই সময় তাকে প্রায় একমাস হাসপাতালে কাটাতে হয়। পরে হাসপাতাল ছাড়লেও নিয়মিত তাকে কেমোথেরাপি নিতে হচ্ছে।

Share this post

scroll to top